➤ রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের তুলনামূলক আলোচনা করা হলোঃ
১. রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হলো আলফা(α) কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ নির্ভর সিদ্ধান্ত সমূহ । | ১. বোর পরমাণু মডেলের ভিত্তি হলো কেন্দ্রস্থ নিউক্লিয়াস ও বহির্ভূত ইলেকট্রন অঞ্চলের সাথে ম্যাক্সপ্ল্যাংক ও আইনস্টাইনের আলোক সম্পর্কীয় বিকিরণের কোয়ান্টাম তত্বের সমন্বয় । |
২. রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ কোনো ব্যাখ্যা দিতে পারে নি । | ২. অন্যদিকে বোরের পরমাণু মডেল ইলেকট্রনের আকার-আকৃতি ও গঠন সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেছেন । |
৩. রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর স্থায়িত্বের কারণ দেখানো হয়েছে ইলেকট্রন ও নিউক্লিয়াসের বিপরীতমূখী আধানকে । | ৩. বোরের পরমাণু মডেল মতে, পরমাণুর স্থায়িত্বের কারণ হলোঃ "কোনো রকম শক্তি বিকিরণ ছাডা নির্দিষ্ট কক্ষপথে অনন্তকাল আবর্তন । " |
0 Comments