পর্যায় সারণির অষ্টক তত্ব, পটাসিয়ামের ল্যাটিন নাম, মরিচা ও ট্রিফয়েল কী?

পর্যায় সারণির অষ্টক তত্ব, পটাসিয়ামের ল্যাটিন নাম, মরিচা ও ট্রিফয়েল কী?
অষ্টক নিয়ম,অষ্টক,অষ্টক নিয়ম,অষ্টক নিয়মের ব্যতিক্রম,অষ্টক ও দুই এর নিয়ম,অষ্টক নিয়ম কি,অষ্টক ও দুই-এর নিয়ম,অষ্টক ও দুইয়ের নিয়ম,অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম,অষ্টক সূত্র কী,অষ্টক নিয়ম কাকে বলে,অষ্টক নিয়মের ব্যাতিক্রম,অষ্টক সূত্র,অষ্টক সূত্র বলতে কী বুঝ,অষ্টক ও দুই এর নিয়ম,অষ্টক সম্প্রসারণ,দুইয়ের নিয়ম,অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য,অষ্টক পূর্ণ,অষ্টক তত্ত্ব,দুই এর নিয়ম,অষ্টক সূত্র কোনটি,অষ্টক সূত্র বাংলা,octet rule and duet rule/অষ্টক নিয়ম ও দুই এর নিয়ম

➤ পর্যায় সারণির অষ্টক তত্বটি কী?
উত্তরঃ মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে একই সারির ১ম মৌলের সাথে ঐ সারির অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়, যা পর্যায় সারণির 'অষ্টক তত্ব' নামে পরিচিত ।

➤ পটাসিয়ামের ল্যাটিন নাম কী?
উত্তরঃ পটাসিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম(Kalium) ।

➤ মরিচা কী?
উত্তরঃ লোহা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে আদ্র ফেরিক অক্সাইডের বাদামি বর্ণের ভঙ্গুর আস্তরণ তৈরি করে তাকে মরিচা বলে ।

➤ ট্রিফয়েল কী?
উত্তরঃ ট্রিফয়েল হচ্ছে আন্তজার্তিক তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন যার দ্বারা অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি বোঝানো হয় ।

Post a Comment

1 Comments