ভিরয়েড বলতে বোঝায়ঃ
ভিরয়েড হলো শুধুমাত্র ক্ষুদ্র RNA দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক জীবাণু যা ভাইরাসের মতো বিস্তার লাভ করতে পারে এবং জীবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। এরা ক্ষুদ্রতম সংক্রামক ক্ষমতাসম্পন্ন অনুজীব। এর কোনো সুপ্ত দশা নেই। নগ্ন RNA দিয়ে এর দেহ গঠিত।
0 Comments