উত্তরঃ উল্লেখ্য Xe(জেনন) একটি নিষ্ক্রিয় গ্যাস । নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত কোনো বিক্রিয়া করে না । কিন্তু Xe মৌল F(ফ্লোরিন) এর সাথে বিক্রিয়ায় আবদ্ধ হয় । কেননা Xe এর আকার অত্যান্ত বড তাই Xe এর যোজ্যতা স্তরের ইলেক্ট্রনগুলো ও নিউক্লিয়াসের মাঝে দূর্বল আকর্ষণ বল বিদ্যমান । অন্যদিকে F এর ইলেকট্রন আসক্তি অনেক বেশি ফলে F যখন Xe এর কাছে আসে তখন Xe এর যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে F পরমাণু নিজের দিকে টানে এবং এক পর্যায়ে Xe +2 আয়ন ও 2F - আয়ন গঠিত হয় । যার কারণে XeF2 গঠিত হওয়া সম্ভব ।
2 Comments
এটা নিয়ে আমি একটা গল্প লিখব ভাবছি। বিশ্বাস।। যেখানে প্রুভ করতাম জেনন অর্থ ও সম্পদ লোভী।।যে কি না তাপ চাপ প্রভাবক এর লোভ পেয়ে ফ্লোরিন এর সাথে বিক্রিয়া করে
ReplyDeleteএটা সঠিক যে জেনন সাধারণ কোনো ঝামেলায় যায় না। কিন্তু তার যখন সুযোগ আসে তখন সে সম্পদের লোভে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। গল্পটা লেখা শুরু করেন আশা করি ভালো হবে।
Delete