Xenon Diflouride (XeF2) গঠন সম্ভব ব্যাখ্যা কর।

XeF2 গঠন সম্ভব ব্যাখ্যা কর ।
অষ্টক সম্প্রসারণ,ncl5 কেন গঠিত হয়না,মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন,অষ্টক সংকোচন,অষ্টক পূর্ণ,অষ্টক নিয়মের ব্যাতিক্রম,রসায়ন ১ম পত্র,অধ্যায় ৩য়,xef2,sicl4,h2o,nh3,ncl3,pcl3,pcl5,ncl5,octet expansion,octet rule/law exceptions,oshtok niom er betikrom,ostok songkochon,osthok somprosaron,hsc admission test,medical dental,bangladesh,chemistry 1st paper 3rd chapter,n2o5 lewis structure,lewis structure for n2o5,lewis structure,n2o5,n2o5 electron dot structure

উত্তরঃ উল্লেখ্য Xe(জেনন) একটি নিষ্ক্রিয় গ্যাস । নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত কোনো বিক্রিয়া করে না । কিন্তু Xe মৌল F(ফ্লোরিন) এর সাথে বিক্রিয়ায় আবদ্ধ হয় । কেননা Xe এর আকার অত্যান্ত বড তাই Xe এর যোজ্যতা স্তরের ইলেক্ট্রনগুলো ও নিউক্লিয়াসের মাঝে দূর্বল আকর্ষণ বল বিদ্যমান । অন্যদিকে F এর ইলেকট্রন আসক্তি অনেক বেশি ফলে F যখন Xe এর কাছে আসে তখন Xe এর যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে F পরমাণু নিজের দিকে টানে এবং এক পর্যায়ে Xe +2 আয়ন ও 2F - আয়ন গঠিত হয় । যার কারণে XeF2 গঠিত হওয়া সম্ভব ।

Post a Comment

2 Comments

  1. এটা নিয়ে আমি একটা গল্প লিখব ভাবছি। বিশ্বাস।। যেখানে প্রুভ করতাম জেনন অর্থ ও সম্পদ লোভী।।যে কি না তাপ চাপ প্রভাবক এর লোভ পেয়ে ফ্লোরিন এর সাথে বিক্রিয়া করে

    ReplyDelete
    Replies
    1. এটা সঠিক যে জেনন সাধারণ কোনো ঝামেলায় যায় না। কিন্তু তার যখন সুযোগ আসে তখন সে সম্পদের লোভে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। গল্পটা লেখা শুরু করেন আশা করি ভালো হবে।

      Delete