All Subject Practical for Science Group
বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা অনেকেই হয়তো দ্বিধায় আছো তোমাদের ব্যাবহারিক বিষয় গুলো নিয়ে। কিভাবে খাতা তৈরি করবে, কোন কোন ব্যাবহারিকগুলো লিখবে ইত্যাদি নিয়ে তোমাদের চিন্তার শেষ নেই। তাই তোমাদের সকল দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্য নিচের লিংকে PDF আকারে সকল বিষয়ের ব্যাবহারিকের তালিকা, পরীক্ষণগুলোর বর্ণনা ও চিত্র সুন্দরভাবে দেওয়া আছে।
ডাউনলোড করতে চাইলে নিচের লিংকে ক্লিক কর।
আরও পড়ুন: Syllabus for HSC 2022 & 2023
তোমরা হয়তো ভাবছো pdf এ থাকা ব্যাবহারিকগুলো তোমাদের কলেজের সাথে মিলবে কিনা, তোমাদের বলে রাখা ভালো যে HSC বিজ্ঞান বিভাগের সকল কলেজের প্রত্যেক বছরের ব্যাবহারিকগুলো প্রায় একই। তাই নির্দ্বিধায় তোমরা এখান থেকে প্র্যাক্টিক্যালগুলো লিখে শেষ করে ফেলতে পার।
গণিত প্র্যাক্টিক্যাল যেভাবে লিখবে
গণিত ব্যবহারিক খাতা লেখার সময় যে পৃষ্ঠা গ্রাফ থাকবে সেই পৃষ্ঠার অপর পৃষ্ঠায় কোন বর্ণনা লেখা যাবে না। প্রতিটি পরীক্ষণেই প্রথমে গ্রাফ তারপর বর্ণনা লিখতে হবে। গ্রাফের চিত্র অঙ্কন করার সময় অবশ্যই খুব সতর্কতার সহিত চিত্র আঁকতে হবে। পরীক্ষণ এর ভিতরে হিসাব-নিকাশ থেকে প্রাপ্ত মান অনুযায়ী সঠিকভাবে গ্রাফ পেপারে চিত্র অঙ্কন করতে হবে। চিত্রগুলো অংকন করার জন্য খুব সরু পেন্সিল ব্যবহার করাটা ভালো। এজন্য HB/HB2 পেন্সিল ব্যবহার করা যেতে পারে। সবগুলো চিত্রাঙ্কন করার পর তোমরা কম্পাস ও স্কেল দিয়ে মেপে দেখবে চিত্রগুলোর কোণ ও রেখার দৈর্ঘ্য ঠিক আছে কিনা । সবশেষে স্পষ্ট অক্ষরে ব্যবহারিক খাতার প্রথমে নির্দিষ্ট জায়গায় ইনডেক্স লিখে ফেলবে ।
পদার্থবিজ্ঞান প্র্যাক্টিক্যাল যেভাবে লিখবে
পদার্থবিজ্ঞান ব্যবহারিক খাতা প্রস্তুত করার সময় প্রথমে পরীক্ষণ এর সম্পূর্ণ বর্ণনা লিখে ফেলবে এরপর বর্ণনা লেখার প্রথম পাতার প্রথম পৃষ্ঠায় যে বর্ণনা লিখবে তার অপর পৃষ্ঠায় যেখানে চিত্র অঙ্কন করার জন্য খালি পৃষ্ঠা থাকবে সেখানে চিত্রাংকন করবে । তোমরা এ ব্যাপারটি একটু মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবে, মনে রাখবে গণিতের মতো পদার্থবিজ্ঞানে কিন্তু প্রথমে চিত্র থাকবে না । এখানে প্রথম পৃষ্ঠায় বর্ণনা এবং সেই প্রথম পৃষ্ঠার অপর পৃষ্ঠায় চিত্র তারপর বাকি পৃষ্ঠা গুলিতে বর্ণনা দিয়ে পরীক্ষণ শেষ করবে । এভাবে যতগুলো পরীক্ষণ থাকবে সবগুলো সুন্দরভাবে লিখবে। পরীক্ষণের প্রথম পৃষ্ঠায় পরীক্ষার নাম ও পরীক্ষণের ক্রমিক নাম্বার স্পষ্ট অক্ষরে লিখবে । এরপর সর্বশেষ পৃষ্ঠা নম্বর দিবে এবং ইনডেক্স সুন্দরভাবে লিখবে ।
জীববিজ্ঞান প্র্যাক্টিক্যাল যেভাবে লিখবে
জীববিজ্ঞান ব্যাবহারিক খাতা তৈরি করার সময় তোমরা দুই নিয়মে তৈরি করতে পারো । একটি নিয়ম হলো গণিতের মতো প্রথমে চিত্র তারপর বর্ণনা । অর্থাৎ চিত্র অংকন করার জন্য যে পাতা দেওয়া থাকবে সেটার প্রথম পৃষ্ঠায় না একে পরের পৃষ্ঠায় চিত্র অংকন করে তারপর থেকে বর্ণনা লিখা শুরু করা । যেন প্রতিটি পরীক্ষণেই প্রথমে বাম পাশে চিত্র এবং ডান পাশের পৃষ্ঠায় পরীক্ষনের বর্ণনা শুরু হয় । এছাড়াও জীববিজ্ঞান ব্যবহারিক খাতায় পরীক্ষণ লেখার অন্য আরেকটি উপায় হল চিত্র অঙ্কন করার জন্য যে পাতাগুলো দেওয়া থাকবে সেগুলোর উভয় পাশেই চিত্র অঙ্কন করা এবং প্রথম চিত্রের বর্ণনা ওই পাতার বাম পাশের পৃষ্ঠায় লেখা এবং অপর চিত্রের বর্ণনা ডান পাশের পৃষ্ঠায় লেখা । এই দুই নিয়মে তোমরা খুব সুন্দর ভাবে খাতা প্রস্তুত করতে পারবে । এরপর ইনডেক্স সুন্দরভাবে লিখে প্রতিটি পরীক্ষণের ক্রমিক নাম্বার এবং পেজ নম্বর এবং পরীক্ষণের নাম সুন্দরভাবে লিখতে হবে ।
রসায়ন প্র্যাক্টিক্যাল যেভাবে লিখবে
রসায়ন প্র্যাকটিক্যাল খাতা প্রস্তুত করার জন্য তোমাদেরকে আর তেমন কিছু শেখানোর দরকার নেই কেননা রাসায়নের চিত্র খুবই অল্প । দুই-একটি পরীক্ষণেই হয়তোবা চিত্র আছে । রসায়ন ব্যবহারিক খাতায় পরীক্ষণগুলো তোমরা গণিতের মতোই লিখবে অর্থাৎ প্রথমে চিত্র তারপর বর্ণনা লিখবে । মনে রাখবে রসায়ন ব্যবহারিকের হিসাব নিকাশ থেকে প্রাপ্ত মানগুলো খুবই গুরুত্বপূর্ণ । এই হিসাবগুলো খুবই সতর্কতার সাথে করবে এবং পূর্বের নিয়মে ইনডেক্স, পেজ নাম্বার,পরীক্ষণের শিরোনাম লিখবে ।
সর্বশেষ, ব্যবহারিক খাতা প্রস্তুত ও পরীক্ষণ সম্পর্কিত কোন সমস্যার সমাধান অথবা অন্য কোন সাহায্যের প্রয়োজন হলে তোমরা এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট কর । আমি যথাসাধ্য চেষ্টা করে তোমাদের সাহায্য করে যাব ইনশাআল্লাহ ।
0 Comments