Facebook Ad Banner

শিক্ষা অনুদান ফলাফল ২০২২

শিক্ষা অনুদান ২০২২ এর ফলাফল

শিক্ষা অনুদান ২০২২ এর ফলাফল
অনুদান নোটিস

গত দুইবছর থেকে চালু হলো করোনাকালীন শিক্ষা অনুদান । প্রতিবারের মতো এবারো ফেব্রুয়ারীর প্রথমদিকে আবেদন প্রক্রিয়া চালু হলো । ২০শে জুলাই প্রকাশিত হলো সেই আবেদনের ফলাফল।
অনুদান নোটিস

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মনোনিত ৪২০০ জন শিক্ষার্থীর জন্য ৮ হাজার টাকা করে মোট ৩ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির ১২৪৪ জনের জন্য প্রতিজন ৯ হাজার করে মোট ১কোটি ১১লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
এছাড়াও স্নাতক(অনার্স) ও তদূর্ধ্ব শ্রেণির ১১২০ জন ছাত্র-ছাত্রীর জন্য জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ১২ লক্ষ টাকার বরাদ্দ রয়েছে। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের(shed.gov.bd) - ওয়েবসাইটের ৭৮নং নোটিশে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

Post a Comment

0 Comments