স্থির বিদ্যুৎ: পূর্ণাঙ্গ মডেল টেস্ট
বিষয়: পদার্থবিজ্ঞান (অধ্যায় ১০)
পূর্ণমান: ৭৫
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
[মান: ২৫; প্রতিটি প্রশ্নের মান ১। সঠিক উত্তরে টিক দাও।]
-
১. প্রোটনের চার্জ কত?
-
২. পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কী বলে?
-
৩. তড়িৎ আধানের একক কী?
-
৪. একটি ইলেকট্রনের চার্জ কত?
-
৫. হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ সংখ্যা কত?
-
৬. কাচদণ্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষলে কোনটি ঋণাত্মক আধানে আহিত হয়?
-
৭. কোন পদার্থটির ইলেকট্রনের আসক্তি সবচেয়ে কম?
-
৮. আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কী বলে?
-
৯. আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
-
১০. একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের পাত দুটি ধনাত্মক আধানে আহিত হলে কী ঘটবে?
-
১১. কুলম্বের সূত্রের সাথে নিচের কোন সূত্রের মিল রয়েছে?
-
১২. কুলম্ব ধ্রুবক (k)-এর একক কোনটি?
-
১৩. শূন্যস্থানে কুলম্ব ধ্রুবকের মান কত?
-
১৪. দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এদের মধ্যবর্তী বল কত হবে?
-
১৫. দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে এদের মধ্যবর্তী বল কত হবে?
-
১৬. 10C চার্জ হতে 2m দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
-
১৭. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 5C চার্জ 20N বল অনুভব করলে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা কত?
-
১৮. অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ হয় তাকে কী বলে?
-
১৯. তড়িৎ বিভবের একক কী?
-
২০. 10V বিভব পার্থক্যে 2C চার্জকে স্থানান্তর করতে কত কাজ হবে?
-
২১. পৃথিবীর বিভব কত ধরা হয়?
-
২২. তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কী বলে?
-
২৩. ধারকত্বের একক কী?
-
২৪. 10 μF ধারকত্বের একটি ধারককে 10V বিভব পার্থক্যে চার্জিত করলে সঞ্চিত শক্তি কত?
-
২৫. V = Q/C সমীকরণে Q স্থির থাকলে V ও C এর সম্পর্ক কী?
-
২৬. ফটোকপি মেশিনে কোন ধরনের তড়িৎ ব্যবহৃত হয়?
-
২৭. বজ্রপাতের সময় কোনটি অপেক্ষাকৃত নিরাপদ?
-
২৮. জ্বালানি ট্রাকের পেছনে ধাতব শিকল ঝুলিয়ে রাখা হয় কেন?
-
২৯. চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে?
-
৩০. দুটি সমধর্মী চার্জের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ কী?
-
৩১. 5C ও 10C মানের দুটি চার্জ 1m দূরে আছে। 5C চার্জটি 10C চার্জকে F বলে বিকর্ষণ করলে 10C চার্জটি 5C চার্জকে কত বলে বিকর্ষণ করবে?
-
৩২. 1 F = কত μF?
-
৩৩. একটি 20 μF ধারককে 5V ব্যাটারির সাথে যুক্ত করলে কত চার্জ জমা হবে?
-
৩৪. তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হয়ে কোথায় শেষ হয়?
-
৩৫. দুটি আহিত বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কীসের সমতা না হওয়া পর্যন্ত চার্জ প্রবাহিত হয়?
-
৩৬. 10C মানের দুটি সমান চার্জ পরস্পর 1m দূরে থেকে যে বলে বিকর্ষণ করে তার মান কত?
-
৩৭. 1 V কিসের সমান?
-
৩৮. 10 μF এর একটি ধারকে 1.21 J শক্তি সঞ্চিত আছে। এর বিভব পার্থক্য কত?
-
৩৯. ফ্লানেল কাপড় দিয়ে ইবোনাইট দণ্ড ঘষলে কোনটি ধনাত্মক আধানে আহিত হয়?
-
৪০. 5C চার্জ 20 N/C তড়িৎ ক্ষেত্রে কত বল অনুভব করবে?
-
৪১. V = ¼πε0 · (q/r) সমীকরণে ε0 কে কী বলা হয়?
-
৪২. কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কেন?
-
৪৩. দুটি সমধর্মী ও সমমানের চার্জ q পরস্পর d দূরত্বে থাকলে নিরপেক্ষ বিন্দু কোথায় হবে?
-
৪৪. 10C চার্জকে 2m সরাতে 20J কাজ হলে বিভব পার্থক্য কত?
-
৪৫. 10C ও -10C দুটি চার্জ পরস্পর 2m দূরে আছে। এদের সংযোজক রেখার মধ্যবিন্দুতে বিভব কত?
-
৪৬. উপরের প্রশ্নে (10C ও -10C) মধ্যবিন্দুতে তড়িৎ তীব্রতা কত?
-
৪৭. নিচের কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়?
-
৪৮. 1 pF (পিকোফ্যারাড) = ?
-
৪৯. দুটি গোলকের বিভব সমান। এদের পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কী ঘটবে?
-
৫০. ইলেকট্রন প্রবাহিত হয়—
২. সৃজনশীল প্রশ্ন (CQ)
[মান: ৫০; প্রতিটি প্রশ্নের মান ১০। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।]
প্রশ্ন ১
দুটি গোলক A ও B। A গোলকের চার্জ qA = +40 C এবং B গোলকের চার্জ qB = -30 C। এরা পরস্পর 300 cm বা 3 m দূরে বায়ু মাধ্যমে অবস্থিত। কুলম্বের ধ্রুবক k = 9 × 109 Nm2C-2।
- (ক) তড়িৎ বিভব কাকে বলে? [১]
- (খ) অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে যায় কেন? [২]
- (গ) উদ্দীপকের A ও B গোলকের মধ্যবর্তী বলের মান নির্ণয় কর। [৩]
- (ঘ) A ও B এর সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য (তীব্রতা) শূন্য হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর। [৪]
প্রশ্ন ২
দুটি গোলক A ও B। গোলক A-এর চার্জ qA = -10 C ও ব্যাসার্ধ rA = 3 cm। গোলক B-এর চার্জ qB = +31 C ও ব্যাসার্ধ rB = 4 cm। গোলক দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4.07 m।
- (ক) ওহমের সূত্রটি লিখ। [১]
- (খ) p-টাইপ অর্ধপরিবাহী বলতে কী বোঝ? [২]
- (গ) A বস্তুতে কতটি ইলেকট্রনের ঘাটতি বা উদ্বৃত্ত আছে তা নির্ণয় কর। [৩]
- (ঘ) A ও B গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কী পরিবর্তন হবে? বিশ্লেষণপূর্বক মতামত দাও। [৪]
প্রশ্ন ৩
একটি সরলরেখায় A, C ও B বিন্দু অবস্থিত। A বিন্দুতে চার্জ qA = +40 C এবং B বিন্দুতে চার্জ qB = +20 C। C বিন্দুটি A ও B এর মাঝে এমনভাবে অবস্থিত যে, A থেকে C এর দূরত্ব 18 cm এবং C থেকে B এর দূরত্ব 6 cm।
- (ক) ধারক কী? [১]
- (খ) একটি বাতির গায়ে 220V-60W লেখার অর্থ কী? [২]
- (গ) A ও B চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল মোট বলের মান নির্ণয় কর। [৩]
- (ঘ) চার্জদ্বয়ের মধ্যে C বিন্দুতে একটি +1 C চার্জ স্থাপন করা হলে, এটি কোন বল অনুভব করবে? A ও B চার্জের মধ্যে কোনটির জন্য C বিন্দুতে তীব্রতা বেশি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর। [৪)
প্রশ্ন ৪
q1 = 30 C ও q2 = 40 C ধনাত্মকভাবে আহিত দুটো বস্তুকে পরস্পর হতে 20 m দূরত্বে স্থাপন করা হলো। q1 বস্তুকে q2 এর তড়িৎক্ষেত্রে এবং q2 বস্তুকে q1 এর তড়িৎক্ষেত্রে আনতে যথাক্রমে 25 J এবং 15 J কাজ সম্পন্ন করতে হয়।
- (ক) ধারকত্ব কাকে বলে? [১]
- (খ) আকাশে বিজলি চমকায় কেন? ব্যাখ্যা কর। [২]
- (গ) q1 ও q2 এর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় কর। [৩]
- (ঘ) q1 ও q2 কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে? গাণিতিক যুক্তি দাও। [৪]
প্রশ্ন ৫
দুটি চার্জ A ও B পরস্পর 50 cm দূরে অবস্থিত। A-এর চার্জ qA = +70 C এবং B-এর চার্জ qB = -50 C।
- (ক) তড়িৎ ক্ষেত্র কাকে বলে? [১]
- (খ) পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝোলানো থাকে কেন? ব্যাখ্যা কর। [২]
- (গ) চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় কর। [৩]
- (ঘ) উদ্দীপকের B চার্জটি (-50C) দ্বারা কীভাবে একটি নিরপেক্ষ ধাতব বস্তুকে ধনাত্মক (+)-ভাবে আহিত করা সম্ভব? চিত্রসহ ব্যাখ্যা কর। [৪)
মডেল টেস্টের উত্তরমালা (MCQ)
বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা
১. (ক)
২. (গ)
৩. (ঘ)
৪. (খ)
৫. (খ)
৬. (খ)
৭. (গ)
৮. (গ)
৯. (ঘ)
১০. (খ)
১১. (খ)
১২. (ক)
১৩. (ক)
১৪. (গ)
১৫. (ঘ)
১৬. (ক)
১৭. (খ)
১৮. (গ)
১৯. (ঘ)
২০. (গ)
২১. (ঘ)
২২. (ক)
২৩. (গ)
২৪. (ক)
২৫. (খ)
২৬. (খ)
২৭. (ঘ)
২৮. (গ)
২৯. (গ)
৩০. (খ)
৩১. (ক)
৩২. (খ)
৩৩. (গ)
৩৪. (খ)
৩৫. (গ)
৩৬. (ক)
৩৭. (গ)
৩৮. (ক)
৩৯. (খ)
৪০. (গ)
৪১. (খ)
৪২. (ক)
৪৩. (ক)
৪৪. (ঘ)
৪D. (গ)
৪৬. (খ)
৪৭. (ক)
৪৮. (গ)
৪৯. (গ)
৫০. (খ)
0 Comments