দ্বিঅরীয় প্রতিসাম্যতা বলতে কী বোঝায়?

দ্বিঅরীয় প্রতিসাম্যতা বলতে কী বোঝায়
দ্বিঅরীয় প্রতিসাম্যতা ব্যাখ্যা করা হলো

প্রাণিদেহে একই সঙ্গে অরীয় ও দ্বিপার্শ্বিয় প্রতিসাম্য প্রদশর্ন করলে, অর্থাৎ কোনো প্রাণিদেহকে মৌখিক পরাঙ্গ ও মৌখিক অক্ষ বরাবর দুটি তলে সমানভাবে ভাগ করা গেলে দ্বিঅরীয় প্রতিসাম্য হয়। সাধারণত Ctenophora ও Anthozoa জাতীয় প্রাণিতে এ ধরনের প্রতিসাম্য পাওয়া যায়।

Post a Comment

0 Comments