খুব সহজে ফিরিয়ে আনুন আপনার পাসওয়ার্ড ।
মানুষ মাত্রই ভূল করে । তেমনি মানুষ মাত্র ভূলেও যায় । আর প্রতিনিয়ত এ ভূলে যাওয়া বিষয়গুলোর মাঝে ফেসবুক পাসওয়ার্ডও থাকে । অনেকদিন যাবৎ পাসওয়ার্ড ছাডা লগইন করতে করতে আমরা যখন পাসওয়ার্ড ভূলে যায় , তখন এটি বের করার জন্য খুব ব্যাস্ত হয়ে পডি । তাই আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি শিখিয়ে দেব , কীভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড বের করবেন ।
১। প্রথমে আপনার মোবাইলে "Fb Lite" অ্যাপটিতে যান । যদি এটি আপনার ফোনে না থাকে তাহলে "Play store" থেকে ইন্সটল করে নিন ।
২। তারপর মোবাইল নাম্বারের জায়গায় আপনি যে আইডির পাসওয়ার্ড বের করবেন সেটার মোবাইল নাম্বার ঠিকভাবে দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় যেকোনো আটটি সংখ্যা দিয়ে "লগইন" এ ক্লিক করুন ।
৩। তারপর এরকম একটা ইন্টারফেস আসলে "OK" ক্লিক করবেন ।
৪। তারপর "Forgot Password" এর জায়গায় ক্লিক করুন ।
৫। "Forgot Password" এ ক্লিক করার পর আপনার এই নাম্বার দিয়ে যতগুলো ফেসবুক খোলা আছে সবগুলো চলে আসবে , তারপর আপনি যে আইডির পাসওয়ার্ড বের করবেন সেটাতে ক্লিক করেন ।
৬। তারপর "Continue" -তে ক্লিক করুন ।
৭। এবার মেসেজের মাধ্যমে আপনার মোবাইলে যে কোডটি যাবে সেটি দিয়ে Continue -তে ক্লিক করুন ।
৯। তারপর তীর চিহ্নিত জায়গায় নতুন পাসওয়ার্ড দিয়ে "Change Password" এ ক্লিক করুন ।
১০। এবার "Continue" দিলে আপনার কাজ শেষ । হয়ে গেল পাসওয়ার্ড রিসেট ।
✔ উপরে উল্লিখিত নিয়মগুলো যথাযথভাবে অবলম্বন করলে আপনি খুব সহজে আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন । কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন ।
2 Comments
Thanks Mama
ReplyDeleteThanks sakib.
ReplyDelete