✔ কিছু দরকারি বিষয়বস্তু ।
➤ ঘাত বল কী ?
উত্তরঃ খুব অল্প সময়ের জন্য যে বল প্রযুক্ত হয়, তাকে ঘাত বল বলে ।
➤ তাৎক্ষণিক বেগ কী ?
উত্তরঃ গতিশীল কোনো বস্তুর যেকোনো একটি বিশেষ মূহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে ।
➤ স্কু-গজের পিচ কী ?
উত্তরঃ স্কু-গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরারবর যেটুকু দূরত্ব অতিক্রম করে ঐ অতিক্রান্ত দূরত্বকে স্কুর পিচ বলে ।
➤ গড বেগ কী ?
উত্তরঃ বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, তাকে গড় বেগ বলে ।
➤ প্রসঙ্গ কাঠামো কী ?
উত্তরঃ যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করা হয়, তাই হলো প্রসঙ্গ কাঠামো ।
1 Comments
😉😉😉😉😉😉😉😉😉😉
ReplyDelete