Facebook Ad Banner

সম্পৃক্ত চাপের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা কর।

সম্পৃক্ত চাপের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখা কর
সম্পৃক্ত চাপের উপর তাপমাত্রার প্রভাব

বাষ্প দ্বারা সম্পৃক্ত হওয়ার পর যদি টরেসিলির শূন্যস্থানের তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তবে দেখা যাবে পারদস্তম্ভ আরও নিচে নেমে গেছে। এর অর্থ হলো, পানি আরও বাষ্পীভূত হচ্ছে অর্থাৎ টরেসিলির শূন্যস্থানের বাষ্প ধারণক্ষমতা আরো বেডে গেছে। এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে সম্পৃক্ত বাষ্প চাপ বৃদ্ধি পায়।

Post a Comment

0 Comments