বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার দল গঠন।

বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা
বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা


স্বাস্থ্যবিধি মেনে ২০-২৬শে আগস্ট ২০২২ সমকালীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা

গত ৫ই জুলাই ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ থেকে ২৬ শে আগস্ট ২০২২ সমকালীন কিন্ডারগার্ডেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে । স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ক্ষুদে ডাক্তার দল তাদের জন্য নির্ধারিত শ্রেণীর সকল শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরিমাপসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে এবং তার স্বাস্থ্য পরীক্ষা ফরমে লিপিবদ্ধ করবে । শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্ষুদে ডাক্তার দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম যাতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হবার ,দলগতভাবে কাজ করার এমনকি সুশৃঙ্খলভাবে বেড়ে উঠার সুযোগ রয়েছে । স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এই ক্ষুদে ডাক্তারদল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিসহ,দৃষ্টি শক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষা ফরমে উল্লেখিত অন্যান্য বিষয়াদির তথ্যও গাইড শিক্ষকদের নজরে আনতে পারবে এবং বিষয়গুলো প্রাথমিক পর্যায়েই সংশোধনের ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবে ।

Post a Comment

0 Comments