Facebook Ad Banner

ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল ব্যাখা কর।

ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল ব্যাখ্যা কর
ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল ব্যাখ্যা করা হলো

কোন বস্তুকে একটি অমসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। অমসৃণ তলটি অনুভূমিক হলে এই কৃতকাজ বস্তুটির মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয় না এবং বস্তুটিও কোন কাজ করার সামর্থ লাভ করে না । বস্তুটিকে তার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে আনার সময় পুনরায় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয় । ফলে কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব হয় না। তাই ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল ।

Post a Comment

0 Comments