প্রজাতি বৈচিত্র্য বলতে বোঝায়ঃ
প্রজাতি বৈচিত্র্য বলতে পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মোট প্রজাতি সংখ্যাকে বোঝায়। পৃথকযোগ্য বৈশিষ্ট্যের কারণেই এক প্রজাতি অন্য এক প্রজাতি হতে ভিন্ন হয়। যেমন- বাঘের সাথে হরিণের আকার, স্বভাব, হিংস্রতা, সংখ্যাবৃদ্ধির ধরণ ভিন্ন হয়ে থাকে। এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতাই প্রজাতি বৈচিত্র্য ।
0 Comments