জেনেটিক কোড বলতে কি বোঝায়?

জেনেটিক কোড বলতে কি বোঝায়?
জেনেটিক কোড বলতে বোঝায়ঃ

নাইট্রোজেনের যে গ্রুপ কোনো অ্যামাইনো এসিডের সংকেত গঠন করে তাদেরকে বলা হয় জেনেটিক কোড। DNA অনুতে পাশাপাশি অবস্থিত তিনটি নাইট্রোজেন বেস মিলিতভাবে একটি সক্রিয় জেনেটিক কোড হিসেবে কাজ করে । প্রোটিন সংশ্লেষণে AUG সূচনা কোড হিসেবে এবং UAA, UAG অথবা UGA -এর যেকোনো একটি সমাপ্তি কোড হিসেবে কাজ করে।

Post a Comment

0 Comments