গণিত মডেল টেস্টের উত্তরমালা
অধ্যায় ১১: বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত
প্রথম অংশ: বহুনির্বাচনী প্রশ্নের উত্তর (MCQ)
| প্রশ্ন নং ১ | (ঘ) ৪:৫ | প্রশ্ন নং ১১ | (গ) ৫০°, ৪০° |
| প্রশ্ন নং ২ | (গ) ৩০ | প্রশ্ন নং ১২ | (গ) √π : ২ |
| প্রশ্ন নং ৩ | (খ) p/r | প্রশ্ন নং ১৩ | (ঘ) ১৫:২০:২৮ |
| প্রশ্ন নং ৪ | (খ) i ও iii | প্রশ্ন নং ১৪ | (ঘ) ৬:৪:৩ |
| প্রশ্ন নং ৫ | (খ) ১৯% | প্রশ্ন নং ১৫ | (ক) ৫৪ |
| প্রশ্ন নং ৬ | (গ) 2√2 : 2 | প্রশ্ন নং ১৬ | (ক) ২:৩ |
| প্রশ্ন নং ৭ | (খ) ৭:৮ | প্রশ্ন নং ১৭ | (ঘ) b² = ac |
| প্রশ্ন নং ৮ | (গ) ৬০% | প্রশ্ন নং ১৮ | (খ) ২৬ সে.মি. |
| প্রশ্ন নং ৯ | (ঘ) ৪৪% | প্রশ্ন নং ১৯ | (খ) ১ |
| প্রশ্ন নং ১০ | (ক) ২ | প্রশ্ন নং ২০ | (ক) ৯০ |
দ্বিতীয় অংশ: সৃজনশীল প্রশ্নের সমাধান (CQ)
১ নং প্রশ্নের সমাধান
ক.
আমরা জানি, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য a একক হলে, তার কর্ণের দৈর্ঘ্য হয় a√2 একক।
প্রশ্নানুসারে,
প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য = m একক
∴ প্রথম বর্গের কর্ণের দৈর্ঘ্য = m√2 একক
দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য = n একক
∴ দ্বিতীয় বর্গের কর্ণের দৈর্ঘ্য = n√2 একক
সুতরাং, তাদের কর্ণদ্বয়ের অনুপাত = m√2 : n√2 = m : n (উত্তর)
খ.
দেওয়া আছে, p, q, r, s ক্রমিক সমানুপাতিক।
∴ pq = qr = rs
ধরি, pq = qr = rs = k
তাহলে, r = sk, q = rk = (sk)k = sk², p = qk = (sk²)k = sk³
বামপক্ষ = (p² - q² + r²)(q² - r² + s²)
= {(sk³)² - (sk²)² + (sk)²}{(sk²)² - (sk)² + s²}
= {s²k⁶ - s²k⁴ + s²k²}{s²k⁴ - s²k² + s²}
= s²k²(k⁴ - k² + 1) ⋅ s²(k⁴ - k² + 1)
= s⁴k²(k⁴ - k² + 1)²
ডানপক্ষ = (pq - qr + rs)²
= {(sk³)(sk²) - (sk²)(sk) + (sk)s}²
= {s²k⁵ - s²k³ + s²k}²
= {s²k(k⁴ - k² + 1)}²
= s⁴k²(k⁴ - k² + 1)²
∴ বামপক্ষ = ডানপক্ষ (প্রমাণিত)।
গ.
দেওয়া আছে, 2x = 1a + 1b
বা, 2x = a+bab
বা, x2 = aba+b
এখন, xa = 2ba+b
যোজন-বিয়োজন করে পাই,
x+ax-a = 2b + a + b2b - a - b
∴ x+ax-a = 3b + ab - a .....(i)
আবার, xb = 2aa+b
যোজন-বিয়োজন করে পাই,
x+bx-b = 2a + a + b2a - a - b
∴ x+bx-b = 3a + ba - b .....(ii)
এখন, x+ax-a + x+bx-b
= 3b + ab - a + 3a + ba - b
= - 3b + aa - b + 3a + ba - b
= -3b - a + 3a + ba - b
= 2a - 2ba - b = 2(a - b)a - b = 2 (প্রমাণিত)।
২ নং প্রশ্নের সমাধান
ক.
দেওয়া আছে, logx 400 = 4
বা, x⁴ = 400
বা, x⁴ = (20)²
বা, x⁴ = (√20)⁴
∴ x = √20 (উত্তর)
খ.
দেওয়া আছে, p, q, r ক্রমিক সমানুপাতী। ∴ q² = pr
বামপক্ষ = p⁸q⁸r⁸(1p¹² + 1q¹² + 1r¹²)
= p⁸q⁸r⁸p¹² + p⁸q⁸r⁸q¹² + p⁸q⁸r⁸r¹²
= q⁸r⁸p⁴ + p⁸r⁸q⁴ + p⁸q⁸r⁴
প্রথম পদ: q⁸r⁸p⁴ = (q²)⁴r⁸p⁴ = (pr)⁴r⁸p⁴ = p⁴r¹²p⁴ = r¹²
তৃতীয় পদ: p⁸q⁸r⁴ = p⁸(q²)⁴r⁴ = p⁸(pr)⁴r⁴ = p¹²r⁴r⁴ = p¹²
মধ্যম পদ: p⁸r⁸q⁴ = (pr)⁸q⁴ = (q²)⁸q⁴ = q¹⁶q⁴ = q¹²
∴ বামপক্ষ = r¹² + p¹² + q¹² = p¹² + q¹² + r¹² = ডানপক্ষ (প্রমাণিত)।
গ.
দেওয়া আছে, 14y = 1m + 1n
বা, 14y = m+nmn
বা, y14 = mnm+n
এখন, y7m = 2nm+n
যোজন-বিয়োজন করে পাই,
y+7my-7m = 2n + m + n2n - m - n
∴ y+7my-7m = m + 3nn - m .....(i)
আবার, y7n = 2mm+n
যোজন-বিয়োজন করে পাই,
y+7ny-7n = 2m + m + n2m - m - n
∴ y+7ny-7n = 3m + nm - n .....(ii)
এখন, বামপক্ষ = y+7my-7m + y+7ny-7n
= m + 3nn - m + 3m + nm - n
= - m + 3nm - n + 3m + nm - n
= -m - 3n + 3m + nm - n
= 2m - 2nm - n = 2(m - n)m - n = 2 = ডানপক্ষ (দেখানো হলো)।
0 Comments