মডেল টেস্ট: গণিত
অধ্যায় ১১: বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত
প্রথম অংশ: বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
নির্দেশনা: সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১।
১. ২৫% লাভে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
(ক) ১:৪ (খ) ৪:৩ (গ) ৫:৪ (ঘ) ৪:৫
২. দুইটি সংখ্যার অনুপাত ৪:৫ এবং এদের ল.সা.গু ১২০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
(ক) ২০ (খ) ২৪ (গ) ৩০ (ঘ) ১২০
৩. p, q, r ক্রমিক সমানুপাতী হলে, p²+q²q²+r² = কত?
(ক) rp (খ) pr (গ) qr (ঘ) qp
৪. a, b, c ক্রমিক সমানুপাতি হলে— i. b² = ac ii. 2b = a + c iii. a+bb = b+cc
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫. কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য ১০% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?
(ক) ১০% (খ) ১৯% (গ) ২১% (ঘ) ৩০%
৬. বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ a একক হলে, উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত?
(ক) 2√2 : 4 (খ) 2√2 : √2 (গ) 4 : √2 (ঘ) 2√2 : 1
৭. একটি দ্রব্য 252 % ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
(ক) ৪:১ (খ) ৭:৮ (গ) ৮:৯ (ঘ) ৯:৮
৮. গমে সুজি ও ভূষির অনুপাত ৩:২ হলে, গমে সুজির শতকরা পরিমাণ কত?
(ক) ৩০% (খ) ৭৫% (গ) ৬০% (ঘ) ৪০%
৯. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ২০% বাড়লে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে?
(ক) ১০% (খ) ২০% (গ) ২১% (ঘ) ৪৪%
১০. দুটি সংখ্যার অনুপাত ৩:৫ এবং সংখ্যাদ্বয়ের ল.সা.গু. ৩০ হলে, সংখ্যাদ্বয়ের গ.সা.গু. কত?
(ক) ২ (খ) ৩ (গ) ৫ (ঘ) ৮
১১. সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত ৫:৪ হলে কোণ দুইটি নিচের কোনটি?
(ক) ৫৫°, ৩৫° (খ) ৫৪°, ৩৬° (গ) ৫০°, ৪০° (ঘ) ৪৫°, ৪৫°
১২. একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, তাদের পরিসীমার অনুপাত কত?
(ক) ২:π (খ) √π : π (গ) √π : ২ (ঘ) √২ : π
১৩. p:q = ৩:৪ এবং q:r = ৫:৭ হলে, p:q:r এর মান কত?
(ক) ৩:৫:৭ (খ) ৩:৪:৭ (গ) ১২:২০:২৮ (ঘ) ১৫:২০:২৮
১৪. 2a = 3b = 4c হলে নিচের কোনটি সঠিক?
(ক) a:b:c = ২:৩:৪ (খ) a:b:c = ৪:৩:২ (গ) a:b:c = ৮:৯:৬ (ঘ) a:b:c = ৬:৪:৩
১৫. যদি xy = ২৩ হয়, তবে 6x+y3x+2y এর মান কত?
(ক) ৫৪ (খ) ৪৫ (গ) ১৪১৫ (ঘ) ১৫১২
১৬. 3m+nn-m = 9 হলে m:n = ?
(ক) ২:৩ (খ) ৩:২ (গ) ৫:১ (ঘ) ১:৫
১৭. a:b = b:c হলে কোনটি সঠিক?
(ক) ab = c² (খ) a+c = b+c (গ) a+b = b+c (ঘ) b² = ac
১৮. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫:১২:১৩ এবং পরিসীমা ৬০ সে.মি. হলে, ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
(ক) ১৩ সে.মি. (খ) ২৬ সে.মি. (গ) ৩০ সে.মি. (ঘ) ৬৫ সে.মি.
১৯. x+y2z = y+z2x = z+x2y হলে প্রতিটি অনুপাতের মান কত?
(ক) ১২ (খ) ১ (গ) ২ (ঘ) ০
২০. ১৪৬ টি আম তিন ভাই এর মধ্যে ১২ : ১৫ : ১৯ অনুপাতে ভাগ করলে প্রথম ভাই কয়টি আম পাবে?
(ক) ৯০ (খ) ৭৩ (গ) ৪৫ (ঘ) ১৮
দ্বিতীয় অংশ: সৃজনশীল প্রশ্ন (CQ)
নির্দেশনা: যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০।
১। উদ্দীপক: p, q, r এবং s ক্রমিক সমানুপাতিক এবং 2x = 1a + 1b
- ক. দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m একক এবং n একক। তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় কর।
- খ. প্রমাণ কর যে, (p2 - q2 + r2)(q2 - r2 + s2) = (pq - qr + rs)2
- গ. প্রমাণ কর যে, x+ax-a + x+bx-b = 2, যেখানে a ≠ b
২। উদ্দীপক: p, q, r ক্রমিক সমানুপাতী এবং 14y = 1m + 1n
- ক. logx 400 = 4 হলে x এর মান নির্ণয় কর।
- খ. প্রমাণ কর যে, p8q8r8(1p¹² + 1q¹² + 1r¹²) = p12 + q12 + r12
- গ. দেখাও যে, y+7my-7m + y+7ny-7n = 2; যেখানে m ≠ n
0 Comments